কালীগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ থানা পুলিশ বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গন্ধুলিয়া গ্রাম থেকে দুইজনকে দেড় কেজি গাঁজা সহ আটক করেছে।
থানাসুত্রে জানাগেছে, কালিগঞ্জ সার্কেলের অতিঃ পুলিশ সুপার মোঃ আমিনুর রহমানের তত্বাবধানে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ হালিমুর রহমান বাবু’র নেতৃত্বে বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গান্ধুলিয়া গ্রামের আশরাফ আলীর পুত্র আব্দুল হামিদ (৩৮) ও একই গ্রামের আব্দুল জলিলের পুত্র মোঃ সাইফুল ইসলাম (২৭) কে পৃথক দুটি ব্যাগে দেড়কেজি গাঁজাসহ আটক করে। তাদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ হালিমুর রহমান বাবু গাঁজাসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
##