শেখ বাদশা, আশাশুনি : আশাশুনি উপজেলার বুধহাটা বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ আঞ্চলিক প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত্র সাড়ে ৮টার দিকে বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব কর্মকর্তা ও সদস্যদের উপস্থিতিতে মতবিনিময় কালে বক্তব্য রাখেন, বণিক সমিতির সভাপতি মঞ্জুরুল ইসলাম মহিদ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম রিপন, সাংগঠনিক সম্পাদক সবুজ দেবনাথ, সহ কোষাধ্যক্ষ প্রহ্লাদ বিশ্বাস, সহ-সভাপতি বাপ্পী দেবনাথ প্রমুখ।
তারা বলেন, নির্বাচনের পর থেকে দু’বছর পূর্ণ সময় অতিক্রান্ত না হলেও স্বল্প সময়ে তারা ব্যবসায়ীদের নিয়ে ২০ জন রাত্রি ডিউটি (নাইট গার্ড) দিয়ে নিয়মিত পাহাড়া ব্যবস্থা করায় চুরি বন্ধ হয়ে গেছে। নিজস্ব অর্থে গত বছর ড্রেন পরিস্কার করে পানি নিস্কাশন ব্যবস্থা করা, ড্রেনের মুখে পাট দিয়ে নদীর পানি ঢোকা বন্ধ করা, প্রত্যেক দোকানের সামনে এবং পিছনে রাত্রে লাইট জ্বালানো, অধিকাংশ দোকান নব্বই শতাংশ পেরিফেরি ভুক্ত করা ও সংস্কার করার সুযোগ করে দেয়া, চাঁদাবাজীর হাত থেকে ব্যবসায়ীদেরর রক্ষা করা, পূর্বে ইজারা গ্রহিতারা স্থায়ী দোকান থেকে টাকা আদায় করতো সেটি বন্ধ করা হয়েছে। মতবিনিময়কালে বাজারের বিভিন্ন সমস্যার কথা ও দাবীর কথা বেরিয়ে আসে।
যার মধ্যে উল্লেখযোগ্য হলো, প্রতি বছর বাজার ডাকের মাধ্যমে প্রায় ২০ লক্ষ টাকা রাজস্ব আদায় হলেও তাদের দায়িত্ব পালনের ২০ মাসে বাজারে কোন সহায়তা/কাজ হয়নি, নদীর জোয়ারের পানিতে মাছ চান্নি, চাউল চান্নি, তরকারি হাট, গরু হাট তলিয়ে যাওয়ায় ভোগান্তির সৃষ্টি হয়, বণিক সমিতির কোন অফিস নেই, এক দেড় বছর তারা বাজারের জন্য সরকারি অর্থে নির্মিত অফিস ব্যবহার করে আসলেও ইউপি চেয়ারম্যান নিয়ে তালাবদ্ধ করে রেখেছেন।
বাজারের সড়কে ৩টি স্ট্রিট লাইট থাকলেও বেশিক্ষণ জ্বলে না, এগুলো মেরামত ও আরও ৬/৭টি লাইট ব্যবস্থা করা দরকার, পানি নিস্কাশন ব্যবস্থা যথাযথ না হওয়ায় ভালভাবে পানি সরে না, রাস্তাগুলো কর্দমাক্ত হয়ে চলাচল কষ্টকর করে তুলেছে। আহসান দর্জ্জির দোকানের সামনে থেকে মাছ চান্নি পর্যন্ত ও তরকারি বাজারের পূর্ব মাথায় গ্রামের ভেতর থেকে আসা রাস্তা সংস্কার না হওয়ায় খুবই নিচু, জলাবদ্ধতার সৃষ্টি ও কর্দমাক্ত হওয়ায় বছরের অধিকাংশ সময় ব্যবহার অনুপযোগি হয়ে পড়ে। এছাড়া বহু সমস্যা রয়েছে। এসব সমস্যা দূর করতে সরকারি অর্থ সহায়তা, উপজেলা প্রশাসন ও জন প্রতিনিধিদের সহযোগিতা প্রয়োজন। এব্যাপারে তাদের সহযোগিতা কামনা করা হয়েছে।