বিলাল হোসেন, শ্যামনগর : শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধূমঘাট মটেরচকে পানিতে ডুবে এক গৃহবধূর অকাল মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারী গৃহবধূ মটেরচক গ্রামের জয়ন্ত মন্ডলের স্ত্রী একাদশী মন্ডল (২০)। গৃহবধূর পরিবারসূত্রে জানা যায় প্রতিদিনের ন্যায় একাদশী প্রতিবেশী সুভাষ সরকারের পুকুরে দুপুরে গোসল করতে যায়। সে সাঁতার না জানায় পা পিছলে পুকুরে সরে পড়ে যায়।
একাদশী পুকুরে ডুবে গেলে সবিতা এসে পাশের বাড়িতে জানায়। প্রতিবেশীরা এসে একাদশীকে পুকুর থেকে উদ্ধার করে, কিন্তু এরই মধ্যে তার মৃত্যু হয়। একাদশীর ছয়মাস বয়সী কন্যা সন্তান রয়েছে। পরিবারসূত্রে জানা যায় একাদশীর সাথে জয়ন্ত মন্ডলের একবছর ছয়মাস পূর্বে বিয়ে হয়। তার পিতার বাড়ি ভারতে, সে সাঁতার জানতো না। একাদশীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।