মোঃ নজরুল ইসলাম, পাইকগাছা : পাইকগাছার লতা ইউনিয়নে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত দরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্য শষ্য বিক্রয় শুরু হয়েছে। সোমবার সকালে রেশন কার্ড এর চাল বিক্রয়ের শুভ উদ্বোধন করেন লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস । এসময় বি আর, ডি, পি কর্মকর্তা (ট্যাগ অফিসার) মোঃ রাজিবুল হাসান উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল চন্দ্র বৈদ্য, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল, সহ-সভাপতি প্রকাশ সরকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গৌতম রায়, ইউপি সদস্য বাবলু সরদার, বিজন হালদার, পুলকেশ রায়, মোঃ ফেরদৌস ঢালী, কুমারেশ মন্ডল, শওকত হাওলাদার, রীনা পারভিন, বিনতা বিশ্বাস, চম্পা বেগম, সহকারী সচিব বাশির আহমেদ, প্রধান শিক্ষক কালিদাস রায়, অজয় রায়, আওয়ামী লীগ নেতা মোঃ আজিজ সরদার, দীনেশ তরফদার, অর্জুন মন্ডল, যুবনেতা মোঃ মিজান সানা, ছাত্রনেতা অমৃত সরদার, লতা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। প্রতি কার্ডধারী কে ১৫ টাকা দরে ৩০ কেজি চাল বিক্রি করা হয়।