সোমবার , ১৯ সেপ্টেম্বর ২০২২ | ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রতিবেদক
satkhirar sakal
সেপ্টেম্বর ১৯, ২০২২ ৪:৪৮ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : সাউথ এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ৭০ মিনিট পর্যন্ত বাংলাদেশের একচেটিয়া নিয়ন্ত্রণে ছিল ম্যাচ। নেপালের আনিতা বাসনেতের গোলে কিছুটা শঙ্কার উপস্থিতি। তবে শিরোপা জয়ে বাধা হতে পারেনি ওই এক গোল। ৭৭ মিনিটে কৃষ্ণারাণী সরকারের জোড়া গোলে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সোমবার স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে বাংলাদেশ। লাল-সবুজদের হয়ে দুটি গোল করেছেন কৃষ্ণারাণী সরকার, অপর গোলটি করেছেন শামসুন্নাহার জুনিয়র। আসরের বাকি ম্যাচগুলোর মতো ফাইনালেও শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। প্রথম মিনিটেই স্বাগতিক রক্ষণে ভয় ধরিয়ে দিয়েছিলেন মারিয়া মান্ডা। তারকা মিডফিল্ডার শটও নিয়েছিলেন ঠিকঠাক, তার জোড়াল শট রুখে দেন স্বাগতিক গোলরক্ষক। দ্বিতীয়বার শট নেয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সিরাত জাহান স্বপ্না।

চোটের কারণে সেমিফাইনালে ১৩ মিনিটের বেশি খেলতে পারেননি স্বপ্না। আত্মবিশ্বাসের জোরে মাঠে নেমেছিলেন ফাইনালে। এদিনও ১০ মিনিট খেলেই মাঠ ছাড়তে হয় তারকা ফরোয়ার্ডকে। একাদশ মিনিটে তার বদলি হিসেবে নামেন শামসুন্নাহার জুনিয়র। সুযোগ পেয়ে কোচের আস্থার প্রতিদান দিতে সময় নেননি শামসুন্নাহার। ১৪তম মিনিটে মনিকা চাকমার দারুণ এক ক্রস থেকে বা-পায়ের আলতো প্লেসমেন্টে প্রথম গোলটা এনে দেন তিনিই।

সময় গড়াতে থাকলে খেলার নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা বাড়ায় নেপাল। বেশকিছু আক্রমণে লাল-সবুজদের রক্ষণে ভীতি ছড়িয়েও গোলের দেখা পাচ্ছিলেন না স্বাগতিক ফরোয়ার্ডরা। ম্যাচের ২৫তম মিনিটে আবারও সুযোগ আসে লাল-সবুজদের সামনে। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও ঠিকঠাক শট নিতে পারেননি শামসুন্নাহার। ৩৭তম মিনিটে গোলের খুব কাছে গিয়ে ব্যর্থ হয়েছেন কুমার থাপার শিষ্যরা। কর্নার থেকে অনিতা বাসনেতের পাটানো বলে গোলমুখে শট নেন প্রীতি রাই। গোললাইন থেকে সেই বল নিরাপদ দূরতে ঠেলে দেন বাংলাদেশের ফরোয়ার্ডরা।

খেলার ৪২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। অধিনায়ক সাবিনার দারুণ এক পাস থেকে জোরাল শটে জালে বল জড়ান কৃষ্ণারাণী সরকার। শিরোপার সুবাস নিয়ে বিরতিতে যায় টিম সাবিনা। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় নেপাল। স্বাগতিক ফরোয়ার্ডদের চাপের সামনে যেন দমই নিতে পারছিলেন না লাল সবুজের ডিফেন্ডাররা। চাপ একাই সামলে নিচ্ছিলেন গোলরক্ষক রূপনা চাকমা। হাল ছাড়েনি স্বাগতিকরা।

৭০তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে লক্ষ্যভেদ করেন আনিতা বাসনেত। সেই গোলের পর যেন বদলে যায় মাঠের আবহাওয়া। আক্রমণে আরও ভয়ংকর হয়ে উঠতে শুরু করে স্বাগতিক দল। কিন্তু প্রতি আক্রমণে স্বাগতিক জালে শেষ পেরেকটা ঠুকে দেন কৃষ্ণারাণী সরকার। ৭৭তম মিনিটে বাংলাদেশের হয়ে তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করে ফেলেন তারকা ফরোয়ার্ড। ম্যাচের বাকি সময় হন্যে হয়ে গোলের সন্ধান করে জালের দেখা পায়নি নেপাল। ৩-১ গোলের জয়ে প্রথমবারের মতো মেয়েদের সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

কালিগঞ্জে উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং প্রশিক্ষণ

সদর উপজেলা ফার্ণিচার ও রং শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

দেবহাটা প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি খায়রুল, সম্পাদক উজ্বল, সাংগঠনিক কবির

দেবহাটায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাথে ডা. শহিদুল আলমের মতবিনিময়

খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে মুন্সীগঞ্জ যুবলীগের মিছিল

বিদ্যুৎপৃষ্ট হয়ে পাথরঘাটায় এক শ্রমিকের মৃত্যু

কালিগঞ্জে এক যুবকের আত্মহত্যা

কলারোয়া সরকারী কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

বৃষ্টির কারণে গুড়পুকুরের মেলায় নেই ক্রেতা

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২৩ পালন উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শন