অহিদুজ্জামান, দেবহাটা : দেবহাটা উপজলার পারুলিয়া ইউনিয়নের নাজিরের ঘেরের টেউরপাড়ায় ড্রেজার মেশিনের মাধ্যমে বালি উত্তোলন করে রাস্তা ভরাট করার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, পারুলিয়া নাজিরের ঘেরের টেউর পাড়ায় মৃত অনাথ ঘোষের ছেলে অসীম কুমার ঘোষের জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে রাস্তা ভরাট করা হচ্ছে যা জনবসতি থেকে মাত্র দুইশত গজ দূরে। বালু উত্তোলন দেখাশোনার কাজে নিয়োজিত মুনসুর শেখ জানান, রাস্তার কাজ পাওয়া ঠিকদার ইবাদুল ইসলাম উক্ত বালু উত্তোলন করছে।
এ সময় সেখানে উপস্থিত চিত্তরঞ্জন , প্রভাস সহ স্থানীয় কয়েকজন অভিযোগ করে বলেন, আমরা জানি জনবসতি এলাকায় বালু উত্তোলন সর্ম্পূণ বে-আইনী, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান সর্ম্পূণ গায়েরজোরে উক্ত স্থান থেকে বালু উত্তোলন করছে। যা এই এলাকায় বসবাসকারী বাসিন্দাদের জন্য ঝুঁকিপূর্ণ।
এব্যাপারে পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু’র কাছে জানতে চাইলে তিনি বলেন, জনবসতি এলাকায় বালু উত্তোলন সর্ম্পূণ অবৈধ, আমি সংশ্লষ্টি কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করব। এ ব্যাপারে ঠিকাদারের সাথে কথা বলার চেষ্টা করা হলে ফোন রিসিভ না করায় তা সম্ভব হয় নি। এ ব্যাপারে এলাকাবাসী প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।