বাবলা আহমেদ, কালিগঞ্জ : বুধবার (২১ সেপ্টেম্বর ) সকালে কালিগঞ্জ উপজেলার রতনপুর বাজার, ধলবাড়িয়া বাজার, মথুরেশপুর ইউনিয়নের গড়ের হাটখোলা, মুকুন্দপুর, দেয়া, চরদহা, ছনকা ও উভয় ইউনিয়ন পরিষদ চত্বরে গণসংযোগ এবং এলাকায় জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাতক্ষীরা-০৪ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দীন।
নির্বাচনী এলাকায় কেন্দ্রীয় ঘোষিত লাগাতার কর্মসূচি বাস্তবায়নের জন্য গণসংযোগে ব্যাস্ত সময় পার করছেন তিনি। আলহাজ্ব কাজী আলাউদ্দীন এসময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের বার্তা জনগনের কাছে পৌছে দেন। উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, পর্যায়ে কেন্দ্রীয় কর্মসূচী সফল করতে প্রচারণা চালান। তিনি তার বক্তব্যে বলেন- আমি উন্নয়ন ও উৎপাদনে বিশ্বাসী ছিলাম বলেই বিগতদিনে আমি এমপি থাকাবস্থায় কালিগঞ্জ দেবহাটা এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। আগামীতে সুযোগ পেলে বাকি সময়টা শ্যামনগর ও কালিগঞ্জ বাসীর কল্যানে কাটাব।
এ জন্যে জনসাধারনের সহযোগীতা ও দোয়া চাই। উপস্থিত সবাইকে আগামী দিনের রাষ্ট্র নায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংগ্রামী সালাম পৌছে দেন, সাথে সাথে তিনি সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বিএনপির যোগ্যতম চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন ।