তাপস সরকার, তালা : তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনের এক বছর পূর্তি উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে তালা প্রেসক্লাবে উদ্যোগে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তালা প্রেসক্লাবের উপদেষ্টা এম এ হাকিম, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম, খলিলনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শিরিনা খাতুন, তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি এমএ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হায়দার, কোষাধ্যক্ষ অর্জুন বিশ্বাস, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, ক্রীড়া সম্পাদক রোকনুজ্জামান টিপু, কার্যকরী সদস্য নূর ইসলাম, নজরুল ইসলাম, কাজী আরিফুল হক ভুলু, সদস্য তাপস সরকার প্রমূখ।
উল্লেখ্য, ২০২১ সালে ২০ সেপ্টেম্বর, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু নির্বাচিত হয়।