এস.এম মজনু, পাটকেলঘাটা : পাটকেলঘাটা কাঁচা বাজার থেকে বুধবার সকাল ৯টার দিকে একটি মটরভ্যান চুরি হওয়ার ঘটনা ঘটেছে। জানাগেছে বাইগুনি গ্রামের সরফরাজ মোড়লের ছেলে মটরভ্যান চালক রবিউল ইসলাম (৩৫) কাঁচা মাল ভাড়া নিয়ে পাটকেলঘাটা কপোতাক্ষ নদের তীরে কাঁচা বাজারে নিয়ে যায়।
মাল নামিয়ে ভ্যান রেখে ভাড়ার টাকা আনতে বাজারের ভেতর যায় ভ্যান চালক। ১৫ মিনিট পর ফিরে এসে রবিউল দেখে উক্ত স্থানে তার ভ্যানটি নেই। বাজারের বিভিন্ন অলি গলিতে খুঁজে কোথাও ভ্যানটি পাওয়া যায়নি। রবিউলের সংসার চালানোর একমাত্র উৎস ভ্যানটি চুরি হওয়ায় তার এখন মাথায় হাত।