কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় কীটনাশক পান করে এক যুবক আত্মহত্যা করেছে। আত্মহননকারি কবিরুল ইসলাম (২৫) ১৮ দিনের এক কন্যা সন্তানের জনক। জানা গেছে, উপজেলার কেরালকাতা ইউনিয়নের সিংগা গ্রামের ফজের আলীর ছেলে কবিরুল ইসলাম পারিবারিক অশান্তিতে অভিমান করে বুধবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে কীটনাশক (রিভা) পান করে আত্মহত্যার পথ বেছে নেয়।
বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিকভাবে সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু বলে ঘোষনা করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দাযেরের পর আত্মহননকারি যুবকের দেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে।