তালা প্রতিনিধি : তালায় মৃৎ শিল্পে ব্যবসা সনদ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিসের হলরুমে বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার বাস্তবায়নে ও পিকেএসএফ এর সহায়তায় এসইপি (পটারী) উপ-প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উন্নয়ন প্রচেষ্টার পরিচালক ইয়াকুব আলীর সভাপতিত্বে ও পরিবেশ কর্মকর্তা ইমরুল কায়েসের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা বিসিক এর উপ-পরিচালক সাকলাইন, বিসিক শিল্পনগরী কর্মকর্তা ওবাইদুর রহমান, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এএসএম মুজিবর রহমান, ডকুমেন্টেশন ও রিপোর্টিং কর্মকর্তা রাসেল আহমেদসহ এসইপি প্রকল্পের কর্মকর্তাগণ। এ সময় উপস্থিত ২৫ জন মৃৎশিল্পী তাদের ব্যবসা স¤প্রসারিত করার লক্ষ্যে ট্রেড লাইসেন্স প্রহণ করেন।