আলী নেওয়াজ, আশাশুনি : আশাশুনিতে মটরসাইকেল চালক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন প্রতিদ্বন্দিতাপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে। সভাপতি পদে আনিছুর রহমান সাহেদ (আনারস) ২৭৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি রুহুল আমিন (ছাতা) প্রতিক নিয়ে ২৭০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
অন্যদিকে সেক্রেটারী পদে ফেরদৌস হুসাইন (তালাচাবি) প্রতিক নিয়ে ২৮৪ ভোট পেয়ে সেক্রেটারী নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দি জুলফিকার আলী (বই) প্রতিক নিয়ে ২৬৮ ভোট পেয়েছে। উল্লেখ্য, সহ-সভাপতি পদে লোকমান হোসেন ও কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম ফুলবাবু বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। ৭৫৮জন ভোটারের মধ্যে ৫৭৩জন ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন শিক্ষক আনম আলমগীর কবির ও তার সহযোগী হিসাবে দায়িত্ব পালন করেন রাকিবুল ইসলাম ও রবিউল ইসলাম।