এস.এম মজনু, পাটকেলঘাটা : পাটকেলঘাটা ধান্য চান্নিতে শুক্রবার বিকাল ৪টায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। ৩নং সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিক্ষক শেখ আব্দুল হাই’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায়, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিত সাধু, পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল গফ্ফার, পাটকেলঘাটা বাজার মসজিদের ইমাম মঈনউদ্দীন বোখারী, আল আমিন ফাজিল মাদ্রাসার শিক্ষক মাও: রেজাউল করীম, সরুলিয়া ইউনিয়ন পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও কাশীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অজিত কুমার ঘোষ, সরুলিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডেও সদস্য শেখ জামসেদ আলী, সংরক্ষিত ইউপি সদস্য মনোয়ারা বেগম, সরুলিয়া ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মহাদেব চক্রবর্তী প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করে সরুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব প্রবীর হাজারী। অনুষ্ঠান শেষে আসন্ন দূর্গা পুজার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল হাই মাষ্টার ইউনিয়নের ২০টি মন্দিরে সিসি ক্যামেরা ক্রয়ের জন্য নগদ ১ লক্ষ ৪০ হাজার টাকা অনুদান দেন।