শুক্রবার , ২৩ সেপ্টেম্বর ২০২২ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

এমপি রবি ফুটবল টুর্নামেন্টে ঘোনা ইউনিয়নের জয়লাভ

প্রতিবেদক
satkhirar sakal
সেপ্টেম্বর ২৩, ২০২২ ৪:৩১ অপরাহ্ণ

সকাল ডেস্ক : ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নের ভাঁড়–খালী ফুটবল মাঠে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর প্রথম রাউন্ডের ৬ষ্ঠ দিনের জাঁকজমকপূর্ণ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নের ভাঁড়–খালী ফুটবল মাঠে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের ৬ষ্ঠ দিনের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “করোনাকালীন সময়ে মানুষ ঘর বন্দী হয়ে পড়েছিল। দীর্ঘ দুই বছর পর মহান আল্লাহ তায়ালা আমাদেরকে মহামারী করোনা থেকে মুক্তি দিয়েছেন। মানুষকে একটু স্বস্তি ও আনন্দ দিতে খেলার আয়োজন করেছি। খেলা-ধূলা স্বাস্থের জন্য যেমন উপকারী। খেলা-ধুলা করলে দেহ মন ভাল থাকে। মাদক, সন্ত্রাস, জঙ্গি ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে যুব সমাজকে খেলার মাঠে আনতে হবে। খেলা-ধূলায় সাতক্ষীরা সন্তানেরা বিদেশের মাটিতে সাতক্ষীরা সুনাম তুলে ধরেছে।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার গ্রাম হবে শহর, সে লক্ষ্যে শহরের সুবিধা গ্রামে পৌছাতে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনসুর আহমেদ, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ঘোনা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাদের, বৈকারী ইউপি চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও ভাঁড়–খালী মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মশিউর রহমান বাবু, ভাঁড়–খালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, টুর্নামেন্টের সমন্বয়কারি বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান খোকন, যুব নেতা এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান (ময়ুর ডাক্তার), সদর উপজেলা আ.লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মো. মিজানুর রহমান, আগরদাঁড়ি ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, মীর হাবিবুর রহমান বিটু, মানস সোম, জেলা মহিলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রোখসানা পারভীন, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান খোকন, যুবলীগ নেতা তুহিনুর রহমান তুহিন, জেলা তাঁতীলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মীর শাহিন, সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান, যুবলীগ নেতা জুয়েল, ইউপি সদস্য মো. ফজর আলী, আবুল বাসার প্রমুখ।

৬ষ্ঠ দিনের খেলায় অংশ নেয় ঘোনা ইউনিয়ন দল বনাম বৈকারী ইউনিয়ন দল। খেলায় বৈকারী ইউনিয়ন দলকে ৪-১ গোলে হারিয়ে ঘোনা ইউনিয়ন দল জয়লাভ করে। খেলা পরিচালনা করেন রেফারী শাম্মু, সহকারি রেফারী ছিলেন রফিকুল ইসলাম খান ও পিপুল খান। শুক্রবার দুপুর ২টার আগেই আলিপুর ইউনিয়নের ভাঁড়–খালী ফুটবল মাঠ দর্শকে কানায় কানায় ভরে যায়। হাজার হাজার দর্শক ৬ষ্ঠ দিনের খেলাটি উপভোগ করেন। শনিবার ২৪ সেপ্টেম্বর ভাঁদড়া মাঠে প্রথম রাউন্ডের ৭ম খেলায় অংশ নেবে লাবসা ইউনিয়ন দল বনাম কুশখালী ইউনিয়ন দল। ৬ষ্ঠ দিনের খেলার সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।

সর্বশেষ - সাতক্ষীরা সদর