আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে আসন্ন শারদীয়া দুর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আশাশুনি এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্যর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, ওসি মোঃ মমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্রী, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক রাজ্যেশ্বর দাশ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, হিন্দু-বৈদ্ধ -খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্ত্রী, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মোল্যা, ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান, সহকারী অধ্যপক মাহবুবুল হক ডাবলু, প্রভাষক দিপঙ্কর বাছাড় দিপু, দিপংকর কুমার সরকার দীপ, হাজী দাউদ হোসেন, মাও. আবু বক্কর সিদ্দীক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক হিরুলাল বিশ্বাস, সাবেক অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ, সুরঞ্জন কুমার ঢালী, প্রকাশ কুমার গাইন, মিলন কুমার মন্ডলসহ বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন।
এবছর আশাশুনি উপজেলার ১১ ইউনিয়নে ১০৮ টি পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব অন্ুিষ্ঠত হবে। এসব মন্দিরে আইনশৃংখলা বজায় রাখাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা হয়। উল্লেখ্য, উপজেলার সকল পূজা মন্দির সিসি ক্যামেরার আওতায় আনতে কাজ শুরু হয়েছে এবং যে সব পূজা মন্ডপ ঝুঁকিপূর্ণ সেগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরতার করতে সিদ্ধান্ত নেয়া হয়েছে।