শনিবার , ২৪ সেপ্টেম্বর ২০২২ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

মসজিদের জমিতে অবৈধ দখল ও দোকান ঘর নির্মাণের অভিযোগ

প্রতিবেদক
satkhirar sakal
সেপ্টেম্বর ২৪, ২০২২ ৫:৫৩ অপরাহ্ণ

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার প্রতাপনগরের সীমান্তবর্তী শ্যামনগরের বন্যাতলা বায়তুস সালাম জামে মসজিদ ভেঙ্গে অবৈধ জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে প্রতিকার প্রার্থনা করে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগ সূত্রে ও সরেজমিন ঘুরে দেখা গেছে বন্যাতলা গ্রামের মরহুম হাজী রুহুল আমিন সানা বন্যাতলা বায়তুস সালাম জামে মসজিদটি ২০০৩ সালে সর্বসম্মতিক্রমে এবং মসজিদ সংলগ্ন সকল মুসল্লিদের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় স্থাপিত হয়। উক্ত মসজিদে তফসিল বর্ণিত ৮.২৫ শতক জমিজমা জনৈক মরহুম রহিম বকস মোল্যা বিগত ইং ২৯/১২/২০০২ তারিখে ৬৯০৫ নং রেজিঃ ওয়াকফ দলিলমূলে এস, এ খতিয়ান নং- ৩৪৫, সাবেক দাগ নং- ১২৮ বি,এস খতিয়ান নং- ৮৮০, দাগ নং- ৯৮ এবং অন্য খতিয়ান ও দাগসহ একুনে (৮.২৫+১৭.৫০) = ২৫.৭৫ শতক জমিজমা মসজিদের জন্য হস্তান্তর করেন এবং পরবর্তীতে জনৈক মরহুম হাজী রুহুল আমিন সানা মসজিদের বর্তমান ভবনের পূর্ব পার্শ্বে তাহার মালিকানাধীন সমূদয় জমাজমি মসজিদে উপস্থিত মুসল্লিদের সম্মুখে মৌখিক ওয়াকফ ঘোষনা করেন।

সে সুবাদে মসজিদের বর্তমান ভবন নির্মানের কাজ উক্ত রুহুল আমিন সানা, মরহুম আনছার আলী মোড়ল ও অন্যান্য মুসল্লিদের আর্থিক ও পরামর্শে নির্মিত হয়। মসজিদের ওয়াকফকৃত সম্মত্তিতে, প্রতিপক্ষ শ্যামনগর বন্যাতলা গ্রামের মৃত হাজী আব্দুল অহেদ সানার ছেলে নজরুল ইসলাম, মৃত হাজী রুহুল আমিন সানার ছেলে মারুফ বিল্লাহ, মৃত রহিম বকস মোল্যার ছেলে সোলাইমান মোল্যা মসজিদের ওয়াকফকৃত জমিতে সু কৌশলে দোকানঘর মির্নান করে জবর দখলে আছে। উক্ত অবৈধ দখলদারগন মসজিদের গ্রীল কেটে মুসল্লিদের যাতায়াতের পথ বন্ধসহ মসজিদের জমি দাবী করিয়া বিভিন্নভাবে মুসুল্লিদের নামাজের পরিবেশ বিঘœ ঘটাচ্ছে।

ফলে এলাকার ধর্মপ্রাণ মুসুল্লিদের ভিতরে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ ও প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজ্বী আবু দাউদ একত্রিত হয়ে শুক্রবার সকালে মসজিদ কমিটি, মুসল্লী ও অভিযুক্তদের ডেকে মসজিদের ভিতরে বসে শান্তিপূর্ণ ভাবে আপস মীমাংসা করার চেষ্টা করেছিলেন কিন্তু পর সম্পদলোভী মসজিদের জমি দখলকারীরা সে শালিস মেনে না নিয়ে জমি দখলের বিভিন্ন ধরনের পায়তার অব্যহত রেখেছে । এ ব্যাপারে মসজিদের ওয়াকফকৃত জমিদাতার ছেলে শাহাদাত হোসেনসহ এলাকার মুসুল্লিরা মসজিদের জায়গা রক্ষার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষে কামনা করছেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

তারুণ্যের উৎসব উপলক্ষে সাতক্ষীরায় ফুটবল স্ট্রাইকার হ্যান্টিং প্রতিযোগিতার উদ্বোধন

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রক্তদান কর্মসূচী

কালিগঞ্জ নলতার আহ্ছানিয়া মিশনের আজীবন সদস্য মনিরুজ্জামান আর নেই

তালায় সামাজিক সম্প্রীতি ও দুধে ভেজাল প্রতিরোধ শীর্ষক আলোচনা

ব্রহ্মরাজপুরে পোল্ট্রি খামারীদের প্রশিক্ষণে বৈজ্ঞানিক কর্মশালা

সংসদ সদস্য ১০৬ সাতক্ষীরা-২ এর ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ

খুলনা লায়ন্স স্কুল এন্ড কলেজের একটি ঐতিহ্য রয়েছে -সিটি মেয়র খালেক

তালায় কাপ পিরিচ প্রতীকের শোডাউন

বুধহাটায় ইলেকট্রিশিয়ান ও ইলেকট্রিক ব্যবসায়ীদের মিলন মেলা

সড়ক দুর্ঘটনার উপর কলারোয়ার দুইটি স্কুলে গণসচেতনতা মূলক কর্মশালা