অহিদুজ্জামান, দেবহাটা : দেবহাটায় সরকারের খাদ্য মন্ত্রনালয়, খাদ্য অধিদপ্তরের খাদ্য বান্ধব কর্মসূচির কেজি প্রতি ১৫টাকা দরে ৩০ কেজি চাল কার্ডধারী অনেকে না পেয়ে হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরকার হত দরিদ্র ও অসহায় মানুষদের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় আনে। শুরুতে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০টাকা দরে চাল দেওয়া শুরু হয়।
সে সময় কার্ডধারী ব্যক্তির পরিবর্তে তার পরিবারের সদস্যদের কাছে চাল দেওয়া হত। কিন্তু বর্তমানে কার্ডধারী ব্যক্তি ছাড়া তার পরিবারের অন্য কোন সদস্য গেলে তার কাছে চাউল দেওয়া থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করেছে দেবহাটা উপজেলা ফুড অফিসের কর্মকর্তা।
সরজমিনে যেয়ে জানা যায়, অনেক কার্ডধারী ব্যক্তি তারা বিভিন্ন কর্মকান্ডের সাথে সপৃক্ত থাকে, কেউ কর্মজীবি মানুষ, কেউ শ্রমজীবি মানুষ, অনেকে আবার অভাবের তাড়নায় এলাকার বাহিরে কাজ করতে যায়। তাদের কর্মজীবন বাদ দিয়ে নিজেরা চাউল আনতে যদি যেতে না পেরে তাদের পরিবারের ছেলে কিম্বা স্ত্রী কার্ড নিয়ে চাল আনতে গেলে না দিয়ে ফেরত দেওয়া হচ্ছে।
এতে করে কিছু কিছু কার্ডধারী মানুষ হয়রানির শিকার হচ্ছে এবং চাউল না পেয়ে তারা বিমুখ হয়ে বাড়ি ফিরে আসছে। এর জন্য সরকারের হত-দরিদ্র ক্ষুধা মুক্ত দেশ গড়ার যে উদ্দ্যেশ্য ব্যাহত হচ্ছে বলে ভুক্তভোগীরা জানান। অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ অসুস্থ থাকে বা জরুরি কাজে ব্যস্ত থাকে তখন যদি তার পরিবারের কেউ কার্ড নিয়ে যায় তাদেরকে চাউল প্রদান করা যাবেনা বলে জানিয়ে দেয়া হচ্ছে কিন্তু প্রশ্ন উঠেছে কেন তাদেরকে চাউল দিলে অসুবিধা কী?
এ প্রশ্ন ভুক্তভোগীদের। এমতাবস্থায় সরকারের উদ্দ্যেশ্য যাতে সফল হয় সে দিকে লক্ষ্য রেখে যাতে মানুষ হয়রানি থেকে মুক্তি পেতে পারে এবং উক্ত কার্ডধারী ব্যক্তি তার পরিবারের কেউ গেলে চাউল পেতে পারে তার ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে ভুক্তভোগীরা ও সাধারন মানুষ আবেদন জানিয়েছেন।
এবিষয়ে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে, অবিলম্বে মিটিং করে পরবর্তী সিন্ধান্ত নেয়া হবে।
##