এস এম নাসির উদ্দীণ, দেবহাটা : “নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা” ¯েøাগান সামনে রেখে দেবহাটায় মীনা দিবস উপলক্ষে র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে ইউনিসেফ বাংলাদেশের সহযোগীতায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান, সহকারী শিক্ষা অফিসার আজহারুল ইসলাম, মুনির আহম্মেদ, সাবেক ডেপুটি কমান্ডার ইয়াসিন আলী, মুক্তিযোদ্ধা নফর বিশ্বাস, মোফাজ্জেল হোসেন মোফা, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, আবু সালেহ মুছা, রেজাউল ইসলাম, অনুপ কুমার, প্রশান্ত কুমার, সহকারী শিক্ষক সমিতির জেলা সাধারণ সম্পাদক সাইফুল্লাহ আল তারিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এদিকে র্যালী শেষে শিক্ষার্থীদের অংশগ্রহনে দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।