পবিত্র মহালয়ার মাধ্যমে শুরু হয় শারদীয় দুর্গোৎসব। রবিবার মহালয়ার ক্ষণে সাতক্ষীরার তালার উথলী গ্রামের ঐতিহাসিক ভদ্র বাড়ির সন্তান মহালয়ার কিংবদন্তী রূপকার শড়ী বীরেন্দ্র কিশোর ভদ্রের সুমিষ্ট কন্ঠে পঠিত শ্রী শ্রী চন্ডী পাঠের সুমধুর কন্ঠ প্রচারিত হয় সাতক্ষীরা শহরে। সনাতন ধর্মীয় যুব সংঘের সভাপতি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষের উদ্যোগে সূর্যদয়ের সাথে সাথে ভোর ৫ টা ৩০ থেকে বেলা ৮ টা ৩০ পর্যন্ত বিভিন্ন মন্দির ও সড়কে এই প্রচার প্রক্রিয়া চলমান থাকে।
এসময় উপস্থিত ছিলেন সনাতন ধর্মীয় যুব সংঘের সাধারণ সম্পাদক রনজিত ঘোষ ও যুগ্ম সাধারণ সম্পাদক কর্ণ বিশ্বাস কেডি। পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ী, শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির, সাহাপাড়া মন্দির, পলাশপোল সার্বজনীন দুর্গা মন্দির, কাটিয়া কর্মকারপাড়া মন্দির কমপ্লেক্সসহ আরও অনেক মন্দির এসময় প্রদক্ষিন করা হয়। সনাতন ধর্মীয় যুব সংঘের সভাপতি ডা. সুব্রত ঘোষ বলেন, সাতক্ষীরায় এধরনের ভ্রাম্যমান মহালয়া চন্ডীপাঠের উদ্যোগ প্রথমবার হলেও এই সংগঠনের উদ্যোগে প্রতিবছর তা চলমান থাকবে। (প্রেস বিজ্ঞপ্তি)