রবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

কাশিবাটী হাইস্কুলের মাঠ দখল করে স্থাপনা, উচ্ছেদের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিবেদক
satkhirar sakal
সেপ্টেম্বর ২৫, ২০২২ ৫:৫২ অপরাহ্ণ

দেবহাটা প্রতিনিধি : নলতার কাশিবাটি মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে অবৈধ স্থাপনা অপসরণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রবিবার বেলা ১২টায় কাশিবাটি মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে এ মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামসুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কাশিবাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গাজী মিজানুর রহমান, উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নুরুজ্জামান, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রুহুল আমিন, আশরাফুল ইসলাম, শেখ বেলাল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, ভুমিদস্যু রমজান মীর ও নজরুল মীর কর্তৃক অবৈধভাবে কালিগঞ্জের কাশিবাটী মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে বাড়ি নির্মান করে দীর্ঘদিন ধরে দখলে রেখেছেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিষেধ করার শর্তেও তারা গয়ের জোরে খেলার মাঠ দখল করে বাড়ি নির্মান করেছেন। যা খুবই দুঃখজনক। সাতক্ষীরার ছেলে মেয়েরা যখন দেশের বাহিরে খেলাধুলায় সুনাম বয়ে আনতে শুরু করেছে। সেই সময় স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে খেলার মাঠ দখল করে এ ধরণের কাজে লিপ্ত হয়েছেন রমজান মীর ও নজরুল মীর। বক্তরা উপযুক্ত শাস্তিসহ জবরদখলকৃত খেলার মাঠটি দখল মুক্ত করার জোর দাবী জানান।

সর্বশেষ - সাতক্ষীরা সদর