সকাল ডেস্ক : সাতক্ষীরায় সহযোগী মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ সহযোগী মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক শেখ জামিনুর রহমান সুমন।
উপস্থিত ছিলেন জেলা কমিটির মনোনীত সাধারণ সম্পাদক শাহাজান আলী, দপ্তর সম্পাদক মোসলেম আলী, মহিলা সম্পাদিকা এডভোকেট নুরুন্নাহার, কালিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, শ্যামনগর উপজেলার সভাপতি তাপস কুমার, সাধারণ সম্পাদক আজিবর রহমান, কলারোয়া উপজেলা সভাপতি আকবর আলী প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের অবদান অনেক। কিন্তু যুদ্ধের সময় তাদেরকে যারা সহযোগীতা করেছিলেন তাদেরও অবদান কম নয়। তাই, মুক্তিযোদ্ধাদের মতো সহযোগী মুক্তিযোদ্ধাদেরও সরকার তালিকাভুক্ত করে তাদেরকে মর্যাদা প্রদান বা সম্মানিত করার দাবি জানাচ্ছি।