সকাল ডেস্ক : আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে ৩নং সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য প্রার্থী হিসেবে মোছা. ফাতেমা খাতুন রিক্তা হরিণ প্রতিক নিয়ে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন। সোমবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয় থেকে জেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণকারী চেয়ারম্যান ও সদস্যদের মাঝে প্রতিক বরাদ্দ দেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির।
এসময় সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ উপস্থিত ছিলেন। সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে ৩নং সংরক্ষিত ওয়ার্ড (কালিগঞ্জ, শ্যামনগর ও আশাশুনি’র শোভনালী এবং শ্রীউলা ইউনিয়ন)’র ভোটারসহ সকলের দোয়া ও সমর্থন প্রার্থনা করেছেন তিনি। তিনি বলেন, আমি নির্বাচিত হওয়ার পর সকলের সঙ্গে সমন্বয় করে এলাকাবাসীর সেবায় সব সময় নিজেকে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ।