পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় অবৈধ নোটারী পাবলিকের মাধ্যমে ১১ বছরের এক কন্যা শিশুর বিবাহ বন্ধ করে উভয় অভিভাবকদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার সকালে পৌর সদরের এডভোকেট মোহতাছিম বিল্লাহর বাড়িতে ইউএনও মমতাজ বেগমের নির্দেশে পুলিশ ও আনসার যৌথ অভিযান চালিয়ে বর-কনে ও তাদের অভিভাবকদের আটক করেন।
আটককৃতরা হলেন, বর কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের সাতালিয়া গ্রামের কেরামত আলী ঢালীর ছেলে রেজোয়ান ঢালী (২২), ছেলের মামা হযরত শেখ, ভগ্নিপতি ইয়াছিন গাজী, মেয়ের নানা এবং মেয়ের দুই নানীকে আটক করেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, পুলিশের এস আই মোঃ হাফিজুর রহমান, আনসার কমান্ডার মোঃ আবু হানিফ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, মেয়ে অভিভাবক কে ১০ হাজার এবং ছেলের অভিভাবক অভিভাবককে ১০ হাজার টাকা অর্থদন্ড করে মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়ায় পর্যন্ত বিয়ে দিবেন না মুচলিকায় ছেড়ে দেয়া হয়।