সোমবার , ২৬ সেপ্টেম্বর ২০২২ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

খুলনা জেলা পরিষদ নির্বাচনে হারুন- মোটরসাইকেল, দারা-চশমা ও ডা. বাহার-আনারস

প্রতিবেদক
satkhirar sakal
সেপ্টেম্বর ২৬, ২০২২ ৫:৫৫ অপরাহ্ণ

রাবিদ মাহমুদ চঞ্চল; খুলনা : খুলনা জেলা পরিষদের নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। সোমবার সকালে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। চেয়ারম্যান পদে তিন প্রার্থী আনারস প্রতীক বরাদ্দ চান এরপর লটারির মাধ্যমে সদ্য সাবেক চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদকে মোটরসাইকেল প্রতীক, খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ক্রীড়া সংগঠক মোর্ত্তজা রশিদী দারাকে চশমা, খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও বিএমএ’র সভাপতি ডা. শেখ বাহারুল আলমকে আনারস প্রতীক বরাদ্দ দেয়া হয়।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাজহারুল ইসলাম জানান, চেয়ারম্যান পদে ৩ জন, ৯টি সাধারণ সদস্য পদে ২৮ এবং ৩টি সংরক্ষিত সদস্য পদে ১৩ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রসঙ্গত, আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। খুলনা জেলা পরিষদে ভোটার রয়েছেন ৯৭৭ জন। রিপোর্ট লেখা পর্যন্ত চেয়ারম্যান পদ থেকে কেউ মনোনয়ন প্রত্যহার বা নির্বাচন থেকে সরে দড়ানোর ঘোষণা দেননি।

সর্বশেষ - সাতক্ষীরা সদর