স্টাফ রিপোর্টার : টিউবওয়েল প্রতিক নিয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন জেলা পরিষদ নির্বাচনে ০২ আসনে পুনরায় সদস্য পদপ্রার্থী কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব শেখ আমজাদ হোসেন। সোমবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয় থেকে জেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণকারি চেয়ারম্যান ও সদস্যদের মাঝে প্রতিক বরাদ্দ দেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির।
এসময় সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ উপস্থিত ছিলেন। সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে (২০২২) কলারোয়ার যুগিখালী, দেয়াড়া, কুশোডাংগা, হেলাতলা, কয়লা, সোনাবাড়িয়া, চন্দনপুর, জয়নগর, কেরালকাতা, লাঙ্গলঝাড়া ইউনিয়ন, কলারোয়া পৌরসভা ও কলারোয়া উপজেলা পরিষদ নিয়ে গঠিত ০২ আসনে পুনরায় সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শেখ আমজাদ হোসেন প্রতিক পাওয়ার সাথে সাথে তিনি কলারোয়া উপজেলা পরিষদে টিউবওয়েল প্রতিক নিয়ে নির্বাচনী গণসংযোগ করেন।
এসময় কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর নিকট দোয়া ও সমর্থন কামনা করেন সদস্য পদপ্রার্থী শেখ আমজাদ হোসেন। নির্বাচনী গণসংযোগে উপস্থিত ছিলেন হেলাতলা ইউপি সদস্য শেখ খায়রুল ইসলাম, ইউপি সদস্য শাহিনুর রহমান শাহিন, ইউপি সদস্য কামরুজ্জামান প্রমুখ।