মোঃ অহিদুজ্জামান : সাতক্ষীরা সদর উপজেলার ভোমরায় জমি-জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক ব্যবসায়ী গুরুতর আহত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। সরজমিনে গিয়ে জানা যায়, রবিবার (২৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে গয়েশপুর গ্রামের মৃত মোহাম্মদ সরদারের পুত্র রেজাউল সরদার (৬০) পাচানী চার রাস্তা মোড় হতে বাড়ি ফিরছিল।
বাড়ি ফেরার পথিমধ্যে একই গ্রামের শুকুর আলী মন্ডলের পুত্র মহিদুল ইসলাম রেজাউল সরদারকে একা পেয়ে ধান ক্ষেতে নিয়ে লাঠি দিয়ে মাথা ও ঘাড়ে আঘাত করে। এক পর্যায়ে তার চিৎকারে পার্শ্ববর্তী সোহরাব হোসেন রানার স্ত্রী নুরজাহান ও হাসান মাস্টারের স্ত্রী রোজিনা খাতুনসহ স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
বর্তমানে আহত রেজাউল সরদার সাতক্ষীরা সদর হাসপাতালের সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন। উল্লেখ্য, চলতি বছরের ৬ ফেব্রæয়ারী একই ব্যাক্তি তার উপর হামলা করে মাথায় গুরুতর কাটা-জখম করে। বর্তমানে আহত রেজাউল সরদারের পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানাযায়।