বিলাল হোসেন, শ্যামনগর : শ্যামনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে শ্যামনগর টু নোয়াবেকি সড়কের চুনার ব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ঈশ্বরীপুর গ্রামের অশোক কুমার দাসের ছেলে কৃষ্ণ পদ দাস (১৯)।
সরজমিনে জানা যায়, ঢাকা মেট্রো ট ২২-৮৪৭৯ নং সাদা মাছ ভর্তি একটি ট্রাক নোয়াবেকি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে চুনার ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে যাওয়া একটি মোটরসাইকেল কে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে ওই যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত ট্রাকের ড্রাইভার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সংবাদ পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, লাশ মেডিকেল করে পরিবারের কাছে হস্তান্তার করা হবে।