খুলনা অফিস : খুলনা, রূপসা, ইলাইপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে খুলনা রেঞ্জের ৮ টি জেলার ৪০জন ভিডিপি সদস্যদের ৪২ দিন ব্যাপি মটর ড্রাইভিং ও মেকানিক্স প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে প্রধান অথিতি উপ-মহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে আপনারা বাস্তবমূখী জ্ঞান লাভের মাধ্যমে যানবাহন চালনায় যোগ্য ও দক্ষ চালক হিসাবে গড়ে উঠবেন এবং দূর্ঘটনার সংখ্যা কমে যাবে। দেশ-বিদেশে কর্মসংস্থান তৈরী হবে এবং দেশের সড়ক পথে নিরাপত্তা উন্œয়ন ঘটাতে সক্ষম হবেন। তিনি আন্তরিকতার সাথে প্রশিক্ষণ গ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ৩ আনসার ব্যাটালিয়ন সহকারী পরিচালক মোঃ তৌফিক আনোয়ার ও বিআরটিসি খুলনা ডিপো ম্যানাজার নূরে আলম, ৩ আনসার ব্যাটলিয়ন এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ নুরুজ্জামান, রাজিব হোসাইন।
বিআরটিসি শিরোমনি খুলনার কারিগরি সহযোগীতায় এবং অধিনায়ক ৩ আনসার ব্যাটলিয়ন চন্দন দেবনাথ’র তত্বাবধানে এ প্রশিক্ষণ কোর্স পরিচালিত হচ্ছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী। খুলনা, ইলাইপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ভিডিপি সদস্যদের মটর ড্রাইভিং ও মেকানিক্স প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন ।