সকাল ডেস্ক : কমিউনিটি স্যোশাল ল্যাবের ফেইজ আউট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় চালতেতলা ক্যাথলিক মিশন হলরুমে জি আই জেডের কারিগরি সহায়তায় ইউএম আই এমসিসি/ ইউএমএমএল প্রকল্পের আওতায় সিডিসির উদ্দ্যোগে কারিতাস কর্তৃক কমিউনিটি স্যোশাল ল্যাবের ফেইজ আউট কর্মশালায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন কারিতাস খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক দাউদ জীবন দাশ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান, পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, জিআইজেড এর এডভাইজার টেকনিক্যাল এ্যান্ড মনিটরিং অফিসার রতন মানিক সরকার, সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, ব্রাক ইউডিপি’র কা-অর্ডিনেটর মো. ইউসুফ আলী, কারিতাস খুলনা অঞ্চলের মোবাইল আউটরিচ প্রকল্পের ফিল্ড অফিসার প্রতাপ সেন, প্রাকটিক্যাল এ্যাকশন’র কো-অর্ডিনেটর সুজা উদ্দীন, কারিতাস খুলনা অঞ্চলের সিনিয়র হিসাব রক্ষক ও এডমিন অফিসার বিনয় কৃষ্ণ সমাদ্দার, কারিতাস সাতক্ষীরার ইউএমআইএমসিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার অফিসার রবিন গাইন, কারিতাসের আশ্বাস প্রকল্পের প্রজেক্ট কো অর্ডিনেটর শ্যামলী রায়, আনন্দ কুমার বর্মন, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী ফাতেমা খাতুন, কারিতাস খুলনা অঞ্চলের কমিউনিটি ফেন্সেলিটার অর্চনা মল্লিক প্রমুখ।
উক্ত কর্মশালায় ঝুঁকিপূর্ণ জনঘনবাসীদের জীবন যাত্রার মান উন্নয়নে ভবিষ্যত পরিকল্পনা ও প্রকল্পের আগামী দিনের দিক নির্দেশনাসহ কোরটিম ও স্বেচ্ছাসেবকদের দায়িত্ব ও কর্তব্য এবং কমিউনিটি সোস্যাল ল্যাবের কাজ চলমান রাখার জন্য কোরটিম ও স্বেচ্ছাসেবকদের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়াও কাজের কৌশল হিসেবে আগামী ৬ মাসের মধ্যে যে সকল কাজ সম্পন্ন করবে তার বিস্তারিত পরিকল্পনা তৈরি করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মোবাইল আউটরিচ প্রকল্পের ফ্যাসিলিটেটর সোহাগ ইম্মানুয়েল নাগ। এসময় ৭নং ওয়ার্ডের কোরটিম ও ভলেন্টিয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।