মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর ২০২২ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

জলবায়ু পরিবর্তন: ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগে নিঃস্ব হয়ে পড়ছে উপকুলের হাজারো পরিবার

প্রতিবেদক
satkhirar sakal
সেপ্টেম্বর ২৭, ২০২২ ৫:২৫ অপরাহ্ণ

বিলাল হোসেন : বার বার প্রাকৃতিক দুর্যোগ ও নদীর বেড়িবাঁধ ভাঙনে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পশ্চিম দূর্গাবাটি গ্রামের গীরেন্দ্র নাথ রপ্তান। এক সময় নিজের বাড়িতেই ফলমূল, শাক-সবজি, গোয়াল ভরা গরু ও পুকুর ভরা মাছ থাকলেও এখন সবকিছু হারিয়ে বেড়িবাঁধে ঠাই হয়েছে তার।

এমনকি বসতঘরের অভাবে একমাত্র ছেলে, ছেলের বউ ও নাতিও ছেড়ে গেছেন তাকে। শুধু গীতেন্দ্র নাথ রপ্তান নয়, জলবায়ু পরিবর্তনজনিত কারণে সাতক্ষীরা উপক‚লে বার বার প্রাকৃতিক দুর্যোগের কারণে বেড়িবাঁধ ভেঙে বসতভিটা হারিয়ে দেবী সরদার, সুপদ মন্ডল, তপন মন্ডল, ফনি রপ্তান, অশোক রপ্তান, সুরঞ্জন মন্ডলসহ শত শত পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। তাদের সবার ঠাই এখন বেড়িবাঁধের উপর বাধা খুপড়ি ঘরে।

নদী ভাঙনে জমাজমি হারিয়ে নিঃস্ব গীরেন্দ্র নাথ রপ্তান বলেন, সাত ভাই-বোনের মধ্যে আমি ছোট। পারবারিকভাবে আমার পিতার ৩৯ শতক বসতভিটা, ২৪ বিঘা কৃষি জমি ছিল। পরববর্তীতে আমি চিংড়ি ঘের করে ৪ বিঘা জমি ক্রয় করতে সক্ষম হয়েছিলাম। পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১৩শতক বসত ভিটা, ৮ বিঘা কৃষি জমি ও আমার ক্রয়কৃত ৪ বিঘাসহ মোট ১২ বিঘা জমি ছিল। নিজের বসতভিটাতেই ফলমূল, শাক সবজি, গরুর দুধ ও পুকুরে মাছ হতো। কিন্তু এখন আমার কিছুই নেই। তিনি আরও বলেন, ১৯৭০ সালে প্রথম বারের মত নদী ভাঙনের ফলে আমাদের ঘর ভেসে যায়।

তখন আমার বয়স ছিল ১৮ বছর। ওইসময় ১৫ শতক বাদে সব ভিটা নদীতে চলে যায়। এরপর ১৯৮১ সালে, ২০০৪ সালে ও ২০০৯ সালে ৪র্থ বারের মত আবারও আমাদের বসতভিটার আংশিক নদীতে চলে যায়। বার বার ঘুরে দাড়ানোর চেষ্টা করলেও রক্ষা পায়নি। আইলার পর গত কয়েকবছরে বুলবুল, ফণী, আম্পান, ইয়াস এবং সর্বশেষ ২০২১ সালের এপ্রিল মাসে উচ্চ জোয়ারের কারণে বেড়িবাঁধ ভেঙে আমার অবশিষ্ট সবকিছু পানিতে তলিয়ে যায়। এখন ঠাই হয়েছে নদীর বেড়িবাঁধে।

তিনি বলেন, যদি ঘনঘন দুর্যোগের কবলে না পড়তাম, ভিটা মাটি ছাড়া না হতাম, লবণাক্ততা না বাড়তো, জমিতে ঠিকমত ফসল পেতাম তাহলে আত্মীয় স্বজন হারা হয়ে এমন কষ্টের জীবনযাপন করতে হতো না। গীরেন্দ্র নাথ রপ্তানের সাথে সুর মিলিয়ে দেবী সরদার বলেন, বেড়িবাঁধ ভাঙনের ফলে প্রতিবারই (প্রত্যেক দুর্যোগ) কারো না কারো বাড়িঘর নদীতে চলে যায়, অনেকের ঘরবাড়ি ধ্বসে পড়ে। হাঁস মুরগি গরু ছাগল যা কিছু থাকে, সব শেষ হয়ে যায়। আগে এতো ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ দেখা যেত না।

এখন বছরেই কয়েকবার দুর্যোগের মুখোমুখি হতে হয়। এতে নিঃস্ব হয়ে অনেক পরিবার এলাকা ছেড়ে চলে গেছে। তিনি বলেন, জীর্ণশীর্ণ বেড়িবাঁধও এর জন্য দায়ী। বর্তমানে বিদ্যমান বেড়িবাঁধ সামান্য দুর্যোগেও জনবসতি রক্ষা করতে পারে না। স্থানীয় বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম বলেন, আমার ইউনিয়ান থেকে প্রায় ১০৮০ পরিবারের মত নদী ভাঙনে জমি হারিয়ে নি:স্ব অবস্থায় আছে।

অনেকে এলাকা ছেড়ে বাইরে যেয়ে বসবাস করছে এবং কিছু পরিবার এলাকার বেড়ি বাঁধের উপরে খুব কষ্ট করে দিন পার করেছে। গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান মাকুসুদুল আলম বলেন, দুর্যোগের কারনে ৬শতর মত পরিবার জমাজমি হারিয়ে এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে প্রায় ১০০ মত পরিবার এখনো বেড়িবাঁধের উপরে বসবাস করছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শাহিনুল ইসলাম জানান, শ্যামনগর উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ ও নদী ভাঙনে পরিবার ক্ষতিগ্রস্ত হয়। বুলবুল ঝড়ে ২২ হাজার পরিবার, আম্পান ঝড়ে ১৫৫১৬ পরিবার, ফনি ৩১২০পরিবার, ইয়াসে ২৫৪২ পরিবার। সর্বমোট ৪৩,১৭৮ টি পরিবারের মধ্যে ক্ষতির পরিমান দাড়ায় ৩,২১৩,৭৯৪,৩০০ টাকা। এর মধ্যে ক্ষতি হয়ে অনেকের ঘর বাড়ি ধসে যায়।

আবার কারর নদী ভাঙনে জমি নদীতে চলে যায়। কারর মাছে ঘের নষ্ট হয়। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আক্তার হোসেন বলেন, শ্যামনগর উপক‚লে বার বার প্রাকৃতিক দুর্যোগে মানুষ আশ্রয়হীন হয়ে পড়ছে, তাদের পুনর্বাসনের জন্যে সরকারের পক্ষ থেকে তালিকা করে পদক্ষেপ নেওয়া হয়ে থাকে। উপক‚লের মানুষের জানমালের নিরাপত্তার জন্যে টেকসই বাধ করা খুবই প্রয়োজন।পানি উন্নয়ন বোর্ড তারা টেকসই বাধ নির্মাণের পরিকল্পনা গ্রহন করেছে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরা সদর হাসপাতালে নষ্ট হচ্ছে ১৮ কোটি ৮৭ লাখ টাকার চিকিৎসা সরঞ্জাম

দেবহাটায় নিয়মিত মামলায় গ্রেপ্তার-১

জেলা আ.লীগের সভায় ৪টি সংসদীয় আসনে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহিত

জাতীয় মেধা তালিকায় উত্তির্ণ নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র

সাতক্ষীরায় ইমাম টাওয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে : সাবেক এমপি হাবিব

আশরাফুজ্জামান আশু কে লাঙ্গল প্রতিকে বিজয়ী করতে শ্রমিক পার্টির মতবিনিময় সভা

সেন্ট্রাল হাইস্কুল সূবর্ণাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শহিদুল ইসলাম

কালিগঞ্জে সংগঠনিক সভায় সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি

এমপি সেঁজুতির সাথে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার নেতৃবৃন্দের মতবিনিময়