দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় বিনামূল্যে চর্ম, যৌন ও এ্যালার্জি বিষয়ক স্বাস্থ্যক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা সাস’র সমৃদ্ধি কর্মসূচির আওতায় পিকেএসএফ’র সহযোগিতায় কাজীমহল্যা সৈয়দ মাহবুবর রহমান ডায়বেটিস এন্ড মেডিকেল সেন্টার এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে রোগী দেখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ মুসাদ্দিক হোসাইন খান। ক্যাম্পে ১২০ জন রোগী চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় সার্স’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।