বাবলা আহমেদ, কালিগঞ্জ : হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাতক্ষীরা কালীগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের ৫ টি দুর্গা মন্দিরে নিজস্ব অর্থায়নে সিসিটিভি ক্যামেরা দিয়েছেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম। মঙ্গলবার ( ২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ গোল চত্বরে মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দের হাতে একটি করে ২৪ ইঞ্চি মনিটর, ৪টি করে ক্যামেরা, ও ক্যামেরার আনুষঙ্গিক সকল যন্ত্রাংশ হস্তান্তর করা হয়।
ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হালিমুর রহমান বাবু। উদ্বোধনী বক্তব্যে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম বলেন আমার ইউনিয়নে হিন্দু স¤প্রদায়ের শারদীয়া দূর্গা উৎসবের অতিরিক্ত নিরাপত্তার জন্য আমি প্রতিটা মন্দিরে চারটি করে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করেছি।
আগামী ২৯ ও ৩০ তারিখে অভিজ্ঞ টেকনিশিয়ান প্রতিটা মন্দিরে এই ক্যামেরাগুলো সেট করবে। ওসি হালিমুর রহমান বাবু তার বক্তব্য বলেন হিন্দু স¤প্রদায়ের শারদীয় দূর্গা পূজার পাঁচ দিন কালিগঞ্জ থানা নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। কালিগঞ্জ থানা পুলিশ সব সময় টহলরত অবস্থায় থাকবে। কোথাও কোন সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের নিজস্ব অর্থায়নে তার ইউনিয়নের মন্দির গুলোতে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করে দেওয়ায় সাধুবাদ জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ইউপি সচিব নাসরিন আক্তার, প্যানেল চেয়ারম্যান মোদাচ্ছের রহমান, ইউপি সদস্য আরিজুল ইসলাম, শেখ রহমত আলী, নূর মোহাম্মাদ মোল্লা, আবু হাসান, দেবাশীষ ঘোষ, আব্দুল জলিল, আবু তাহের, জাহানারা বেগম, প্রমিলা রানী মন্ডল, সাংবাদিক, শিক্ষক ও সুধী জন।