আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে অবৈধভাবে মাটি কেটে বিক্রয় করার অপরাধে স্কেভেটর, ডাম্পার ট্রাক জব্দ এবং ৩ জনকে আটক করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল কুদ্দুছ মোবাইল কোর্ট পরিচালনা করেন। কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামের পুটিমারী ¯øুইস গেটের মুখে স্কেভেটর দিয়ে মাটি কাটা হচ্ছিল। মাটি কেটে ৭/৮ টি ডাম্পার ট্রাক যোগে বিভিন্ন ব্যক্তির কাছে মাটি বিক্রয় করা হয়ে থাকে।
অবৈধ মাটি কেটে বিক্রয় করা এবং মাটি পরিহনের সময় ট্রাকের চাকায় সড়ক বিনষ্ট হয়েছে। এলাকার লোকজন প্রতিবাদ জানালেও তুয়াক্কা করা হয়নি। নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) রুহুল কুদ্দুছ মোবাইল কোর্ট পরিচালনাকালে মাটি কাটা নেতৃত্বদানকারী পাইথালী গ্রামের শিমুল হোসেন, কুল্যা এলাকার করিম সরদারের ছেলে নাজির হোসেন, একই এলাকার জাকির হোসেনের ছেলে সাজু হোসেনকে আটক করেন। একই সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর, ৫টি ডাম্পার ট্রাক জব্দ করেন। জব্দকৃত ম্যাশিন ও ট্রাক স্থানীয় গ্রাম পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
এসময় কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশ, ইউনিয়ন ভূমি সহবারী কর্মকর্তা মোকাররম হোসেন উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) রুহুল কুদ্দুছ জানান, অবৈধ মাটি কাটা ও পরিবহনে ব্যবহৃত স্কেমিটার ও ট্রাক গ্রাম পুলিশের জিম্মায় এবং আটককৃতদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।