বৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর ২০২২ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

জেলা পরিষদের দুর্নীতি ও অনিয়ম দূর করতে প্রার্থী হয়েছি : বাহার

প্রতিবেদক
satkhirar sakal
সেপ্টেম্বর ২৯, ২০২২ ৫:৪৩ অপরাহ্ণ

খুলনা অফিস : খুলনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ডা. শেখ বাহারুল আলম বলেছেন, জেলা পরিষদ অনিয়ম-দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। সে কারণে জেলা পরিষদের নেতৃত্বে পরিবর্তন প্রয়োজন। আর সেই পরিবর্তন আনার জন্য তিনি প্রার্থী হয়েছেন। বুধবার বিএমএ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতার বিষয়ে নিজের অবস্থান ব্যাখা এবং প্রচারণার বিষয়ে জানাতে তিনি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। ডা. বাহার বলেন, প্রচার আছে জেলা পরিষদে কোনো কাজ করতে গেলে ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমিশন দিতে হয়। ঘুষ ছাড়া সেখানে কোনো কাজ করা যায় না। এই ৮ বছরে জেলা পরিষদে একটি নষ্ট সংস্কৃতি গড়ে উঠেছে। তিনি বলেন, গত ৮ বছরে খুলনা জেলা পরিষদ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। দু’একজন প্রভাবশালী চেয়ারম্যান ছাড়া সাধারণ ইউপি সদস্যরা চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে পারেন না।

খুলনার উন্নয়নে সরকার জেলা পরিষদে যে বরাদ্দ দিয়েছে, তা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছেনি। জেলা পরিষদের নীতি নির্ধারণে ইউপি চেয়ারম্যান ও মেম্বদের ভূমিকা নেই বললেই চলে। তাদের সম্পৃক্ততা বাড়ানো জরুরি। বিএমএ খুলনা শাখার সভাপতি বলেন, আসন্ন নির্বাচন যেন কোনো অপশক্তি প্রভাবিত করতে না পারে। ভোটাররা যেন নির্বিঘেœ ভোট দিতে পারে।

তিনি আশংকা প্রকাশ করে বলেন, নির্বাচনের আগে কালো টাকার ছড়াছড়ি হতে পারে। রাজনৈতিক প্রভাবমুক্ত নির্বাচন করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান জেলা আওয়ামী লীগের সাবেক এই যুগ্ম সম্পাদক। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি নয়, প্রায় ৮ বছর দায়িত্ব পালন করা চেয়ারম্যান বা প্রশাসকের বিরুদ্ধে আমি প্রার্থী হয়েছি।

আমি আশা করবো ভোটের মাঠে তিনি জেলা আওয়ামী লীগ সভাপতি পদটি ব্যবহার করবেন না। কারণ এই পদটি ভোটাররা ভয় পায়। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে থাকবো। নির্বাচনের মাঠ থেকে সরে যাওয়ার সুযোগ নেই। অপর প্রার্থী মোর্ত্তজা রশিদী দারার বিষয়টি জানি না। তবে তিন প্রার্থীর মধ্যে যদি কেউ বসে যায়, তিনি হবেন শেখ হারুনুর রশীদ।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

দেবহাটায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা

সাতক্ষীরা সরকরি কলেজের প্রাক্তন অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ আর নেই, স্বপ্নসিঁড়ির শোক

আসিফ হাসানের কবর জিয়ারত করলেন উদীচী সাতক্ষীরার নেতৃবৃন্দ

এসিড আক্রান্ত এসবিজিএন নেটওয়ার্কের প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় শিকারি ব্যান্ডের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বহুতল ভবনের গ্লাস ভেঙে আহতদের খোঁজ-খবর নিলেন উপজেলা চেয়ারম্যান বাবু

দেবহাটায় শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ

কালিগগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

তালায় জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের সূবর্ণ জয়ন্তী পালিত

নিত্য পণ্যের দাম কমানোর দাবীতে সাতক্ষীরা জেলা বিএনপির লিফলেট বিতরণ