জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনা করেছে সনাতন ধর্মীয় যুব সংঘ। সংগঠনের সভাপতি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষের ব্যবস্থপোনায় শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দিরে এই প্রার্থনা সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সনাতন ধর্মীয় যুব সংঘের সাধারণ সম্পাদক রনজিত ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদ মিলন বিশ্বাস রুদ্র, যুগ্ম সাধারণ সম্পাদক কর্ণ বিশ্বাস কেডি, যুগ্ম সাধারণ সম্পাদক ধীমান বিশ্বাস প্রমুখ। প্রার্থনা সভা শেষে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়। মন্দিরের পুরোহিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বর্গীয় পরিবার এবং বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন।
ডা. সুব্রত ঘোষ বলেন, শেখ হাসিনাই বাংলাদেশ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে দিয়েছেন লাল-সবুজের স্বাধীন পতাকা আর তাঁরই সুযোগ্য কন্যার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আসুন সবাই মিলে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করি। প্রেস বিজ্ঞপ্তি