মোঃ নজরুল ইসলাম, পাইকগাছা (খুলনা) : সারাদেশের ন্যায় খুলনার পাইকগাছাতেও এ বছর দুর্গাপূজা শুরু হওয়ার একদিন আগেই মাঠে নেমেছে আনসার বাহিনী। পাইকগাছাতে এ বছর ১৫৪টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সবগুলো কেন্দ্রেই মহা পঞ্চমী থেকে বিজয়া দশমী পর্যন্ত ৬ দিন ব্যাপী আনসার ও ভিডিপি নিরাপত্তার দায়িত্ব পালন করছেন বলে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন জানান।
গুরুত্ব বিবেচনায় প্রতিটি কেন্দ্রে ৪,৬ ও ৮ জন করে সদস্য দায়িত্ব পালন করছেন। এ বছর পাইকগাছার ১৫৪টি পূজা মন্ডপে মোট ৮৩২ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ৫২৪ জন সদস্য পুরুষ এবং ৩০৮ নারী সদস্য রয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার পাশাপাশি পূজা মন্ডপে মোতায়েনকৃত আনসারদের সার্বিক তত্বাবধানে আছেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন।