সকাল ডেস্ক : সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নজরুল ইসলামের সমর্থনে কলারোয়ায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে-২২’ তিনি মটর সাইকেল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন। কলারোয়া উপজেলা আ’লীগের আহবানে নির্বাচনী প্রচারের অংশ হিসাবে জেলা আ’লীগের সাধারন সম্পাদক আ’লীগের প্রার্থী নজরুল ইসলামের সমর্থনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
শনিবার (১অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন। জেলা আ’লীগ নেতা উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও ইউপি চেয়ারম্যান স ম মোরশেদের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আ’লীগের সাবেক সভাপতি এস.এম শওকত হোসেন, তালা উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, কলারোয়া পৌর মেয়র আ’লীগ নেতা মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আলিমুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান রেনজির হোসেন হেলাল, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, মাহাবুবর রহমান মফে, এমএ কালাম, আফজাল হোসেন হাবিল, সাঈদ গাজী, মাহাফুজুর রহমান নিশান, বিশাখা তপন সাহা, সোহের রানা, মোয়াজ্জেম হোসেন, ডারিম জোসেন সহ পৌর কাউন্সিলর ও ইউপি সদস্যবৃন্দ।
এ সময় আরো উপস্থিত ছিলেন-তালা কলারোয়া হতে জেলা পরিষদের সংরক্ষিত-১ মহিলা সদস্য পদপ্রার্থী রোকেয়া মোসলেম (ফুটবল) ও মাহফুজা সুলতানা রুবি, কলারোয়া অঞ্চলের জেলা পরিষদ সাধারন সদস্য-২ পদপ্রার্থী আলহাজ্ব শেখ আমজাদ হোসেন (টিউবওয়েল), জিএম মতিয়ার রহমান ও আশিকুর রহমান মুন্না (তালা) সহ সূধিবৃন্দ। সভায় বক্তারা, জননেত্রী শেখ হাসিনার মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নজরুল ইসলামকে পুনঃরায় নির্বাচিত করে সাতক্ষীরা জেলার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকল ভোটারের (জনপ্রতিনিধি) সমার্থন কামনা করেন।