শনিবার , ১ অক্টোবর ২০২২ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

জাসদের সুবর্ণজয়ন্তীতে সাতক্ষীরায় বর্ণাঢ্য মশাল মিছিল

প্রতিবেদক
satkhirar sakal
অক্টোবর ১, ২০২২ ৫:৪০ অপরাহ্ণ

সকাল ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ প্রতিষ্ঠার ৫০বছর পূর্তি উপলক্ষ্যে সাতক্ষীরায় বর্ণাঢ্য মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা জাসদের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।

সাতক্ষীরার কেন্দ্রীয় পোস্ট অফিস মোড় থেকে মশাল মিছিলটি বের হয়ে সাতক্ষীরা শহরের নিউমার্কেট সংলগ্ন স.ম আলাউদ্দিন চত্ত¡র প্রদিক্ষণ করে সঙ্গীতা সিনেমা হল মোড় হয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে দিয়ে আবার পোস্ট অফিস মোড়ে এসে মশাল মিছিলটি শেষ হয়। সাতক্ষীরা জেলা জসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলুর সভাপতিত্বে মশাল মিছিলের উদ্বোধন ঘোষণা করেন জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ।

বর্ণাঢ্য এ মশাল মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন লস্কর শেলী, কেন্দ্রীয় কৃষক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন খান চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম, আশাশুনি উপজেলা জাসদের আহবায়ক মোঃ সুরাত জামান, তালা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মোল্ল্যা আবদুর রাজ্জাক, কলারোয়া উপজেলা সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুর রাজ্জাক, আশাশুনি উপজেলার সদস্য সচিব সাইদুল ইসলাম রুবেল, জেলা শ্রমিক জোটের সদস্য সচিব সুকুমার পালিত, সদর উপজেলা যুবজোটের আহবায়ক আমিরুল ইসলাম সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আবদুল আলীম, আশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতি মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক স্বপন শীল প্রমুখ।

মশাল মিছিলের আগে সাতক্ষীরা কেন্দ্রীয় পোস্ট অফিস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত তালেবানী শক্তির পুনরুত্থান ঘটিয়ে ক্ষমতা দখলের জন্য যে হুমকি ধামকি দিচ্ছে তা প্রতিরোধে আওয়ামী লীগকে একলা চলো নীতি ছেড়ে মুক্তিযুদ্ধের আদর্শের উপর জাতীয় ঐক্য গড়ে তোলার পথে আসতে হবে। রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারী, জনগণের প্রাপ্য ও হক চুরি করে খেয়ে ফেলা দুর্নীতিবাজ লুটেরা, চাটার দল, চোরের দল; জনগণের পকেটকাটা বাজার সিন্ডিকেট, ব্যবসায়ী সিন্ডিকেট এবং রাষ্ট্রের মৌলিক অস্তিত্ব অস্বীকারকারী ধর্মান্ধ সা¤প্রদায়িক উগ্রবাদী রাজনৈতিক শক্তি ও তাদের রাজনৈতিক সঙ্গীদের দমন করতে হবে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর