অহিদুজ্জামান, দেবহাটা : দেবহাটায় বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য ফ্রি-ল্যান্সিং বিষয়ক ২৬ দিনের প্রশিক্ষন শেষে সনদপত্র বিতরন করা হয়েছে। রবিবার (০২অক্টোবর) বেলা ১টায় দেবহাটা উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় উপজেলা পরিষদের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপরেশন এজেন্সী (জাইকা) এর বাস্তবায়নে এ প্রশিক্ষনের সমাপ্ত করা হয়।
সনদ বিতরন অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মুজিবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ। উপস্থিত ছিলেন জাইকার উপজেলা ডেভলাপমেন্ট ফ্যাসিলিটিটের মোঃ তালিম হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রামার ও ট্রেনার ইমরান হোসেন। এসময় বক্তারা বলেন, ফ্রি-ল্যান্সিং বিষয়ক প্রশিক্ষনের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে। বেকার না থেকে ফ্রি-ল্যান্সিং বিষয়ে প্রশিক্ষন নিয়ে কাজ করলে বেকারত্ব দূর হবে।