এ এফ এম মাসুদ হাসান : শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নে সরকারি জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ করছে দখলকারীরা। এই খবর পেয়ে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নুরনগর ইউনিয়নের কাটাখালিতে ২ই অক্টোবর রবিবার বেলা ১২ টার দিকে হাজির হন।
ঘটনাস্থলে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান উক্ত ভূমি দখলকারীদের বিরুদ্ধে এক সপ্তাহের মধ্যে পাকা ঘর ভেঙে ফেলার নির্দেশ দেন। আরও কিছু অবৈধ ভাবে দখল করে রাখা ঘর গুলোর তালিকা করতে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা কে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান জানিয়েছেন, নুরনগর ইউনিয়নের কাটাখালিতে ঘটনাস্থলে গিয়ে এক সপ্তাহের মধ্যে পাকা ভবন ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। আরও কিছু অবৈধ ভাবে দখল করে রাখা ঘর গুলোর তালিকা করতে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি।