সকাল রিপোর্ট : সনাতন ধর্মের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন পূজামন্দির পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু। রবিবার (২ অক্টোবর) দিনভর উপজেলার লাবসা ইউনিয়নের বিভিন্ন মন্দিরে পূজা উৎসব পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্জাহান আলী, যুগ্ম-সম্পাদক গণেশ চন্দ্র, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, সাংগঠনিক সম্পাদক মহাসিনুল হাবিব মিন্টু, ইউপি সদস্য মনিরুল ইসলাম, ইউপি সদস্য বিশ্বনাথ মন্ডল প্রমুখ।