বিলাল হোসেন, শ্যামনগর : অবশেষে জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা কর্মকর্তা স্থগিত করলেন আলোচিত রমজান নগর ইউনিয়ন তোফাজ্জল বিদ্যাপীঠের পাতানো নিয়োগ পরীক্ষা। রবিবার ২ ই অক্টোবর সকাল দশটায় ঈশ্বরীপুর এ সোবাহান মাধ্যমিক বিদ্যালয়ে এই নিয়োগ পরীক্ষা স্থগিত হয়।
জানা গেছে, রমজান নগর ইউনিয়ন তোফাজ্জল বিদ্যাপিঠ মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী, অফিস সহায়ক ও ঝাড়ুদার আয়া পদ শূন্য থাকায় চারটি পদে জনবল নিয়োগের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মতিউর রহমান গত জুলাই মাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। চারটি পদের বিপরীতে ৩০ জন চাকরিপ্রার্থী আবেদন করেন। নিরাপত্তা কর্মী পদে ৭ জন, পরিছন্নতা কর্মী পদে ৮ জন, অফিস সাহয়ক ১০ জন, আয়া পদে ৫ জন।
অত্র বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা রবিবার ঈশ্বরীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ আল মামুন আত্মীয়তা ও স্বজন প্রীতির পছন্দের প্রার্থীকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করে চারটি পদে চার প্রার্থীর কাছ থেকে ৬৫ লাখ টাকা নিয়েছেন।
এই মর্মে একজন চাকরি প্রত্যাশী আবেদনকারী অত্র বিদ্যালয়ের সাবেক দপ্তর মৃত কাউসার আলীর পুত্র আফজালুর রহমান সবুজ ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেন, “ম্যানেজিং কমিটি উপরমহল ম্যানেজ করে মোটা অংকের টাকার বিনিময়ে সোনাখালী গ্রামের জামায়াত হোসেন গাজীর বড় পুত্র অলিউল্লাহ কে নিরাপত্তাকর্মী পদে, এছাড়া অত্র স্কুলের বাংলা বিভাগের সহকারী শিক্ষক রামকৃষ্ণ ঘোষালের বড় পুত্র দেবাশীষকে পরিছন্নতা কর্মী পদে, চেয়ারম্যান শেখ আল মামুনের আত্মীয় রমজান নগরের আব্দুস সবুরের ছেলে শাহজাহানকে অফিস সহায়ক পদে, প্রধান শিক্ষকের অতি ঘনিষ্ঠ চিংড়িখালী গ্রামের দেবু মন্ডলের স্ত্রী নিলিমাকে আয়া পদে সিলেকশনের পরিকল্পনা করে। আজ টাকার কাছে হেরে গেলাম।”
এই ঘটনা জানাজানি হলে চাকরি প্রত্যাশীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়। অর্থের বিনিময়ে ৪ টি পদে নিয়োগ সম্পন্ন সম্ভবনার পাঁইতারায় ক্ষুব্ধ চাকরিপ্রত্যাশী বাকি আবেদনকারী। এ কারণে নিয়োগে অনিয়মের অভিযোগ এনে আবেদনকারীদের পক্ষে অরেক জন আবেদনকারী কওছার আলী সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর গত ২২/০৮/২০২২ তারিখে আবেদন করেন। জেলা প্রশাসক উক্ত অভিযোগের বিষয়ে ০৩/১০/২০২২ তারিখে নিষ্পত্তির তারিখ ঘোষনা করেন।
এজন্য তড়িঘড়ি করে নিয়োগ সম্পন্ন করতে হঠাৎ প্রধান শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অত্র প্রতিষ্ঠানের লিখিত ও মৌখিক পরীক্ষার দিন ধার্য করেন ০২/১০/২০২২ তারিখ সকাল ১০ টায় প্রবেশপত্র ইস্যু করেন। বিষয়টি আবারও জেলা প্রশাসকের অভিহিত করা হয় । অভিযোগের পরিপ্রেক্ষিতে সাতক্ষীরা জেলা প্রশাসক নির্দেশে শ্যামনগর উপজেলা কর্মকতা ঘটনাস্থলে এসে নিয়োগ পরীক্ষা স্থগিত করে করেন। এই ঘটনায় চাকরি প্রত্যাশী আবেদনকারীরা ও তাদের অভিভাবকদ্বয় এবং এলাকাবাসীদের উচ্ছ¡াস প্রকাশ পরিলক্ষিত হয়েছে। সাধুবাদ জানিয়েছেন জেলা প্রশাসক ও শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ।
তারা বলেন, এর আগেও রমজান নগর ইউনিয়ন তোফাজ্জল বিদ্যাপিঠ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির যোগসাজসে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের মধ্যে কয়েকটি নিয়োগ কার্যক্রম শেষ হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘুষ ও দুর্নীতিমূলক নিয়োগ পরীক্ষা না হয় সেজন্য জেলা প্রশাসকের প্রত্যক্ষ তত্ত¡াবধানে মেধা ভিত্তিক সুষ্ঠু ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রদানের দাবী জানান তারা এবং অনলাইন ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইদের সাহায্য চান তারা। সেজন্য সচিব, (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) শিক্ষা মন্ত্রনালয় এবং মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং উপ-পরিচালক মাওশি খুলনা অঞ্চল খুলনা এবং জেলা শিক্ষা অফিসার সাতক্ষীরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন আবেদনকারী প্রার্থীগণ।