সকাল ডেস্ক : ‘বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি, সবার জন্য টেকসই নগর গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বসতি দিবস পালন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে ও গণপূর্ত বিভাগ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মুহাম্মদ শাকিউল আজমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপ-সহকারী প্রকৌশলী মো. ফিরোজ আলী, মো. জিল্লুর রহমান, মো. মোকলেসুর রহমান, সুখেন্দু সরদার, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, ব্রাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের ফিল্ড কো অর্ডিনেটর ইউসুফ আলী প্রমুখ।
বক্তারা বলেন, ‘বাংলাদেশ সরকারের অগ্রাধিকার ভিত্তিক ‘আশ্রয়ণ’ প্রকল্পের মাধ্যমে তিন লাখ ১৯ হাজার ১৪০টি পরিবারকে আবাসনের ব্যবস্থা করেছে সরকার। এ ছাড়াও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বস্তিবাসী ও ভূমিহীন ও গৃহহীনদের বাসস্থানের ব্যবস্থা করার উদ্যোগ নেয়া হয়েছে। এর ফলে ঘরহীন মানুষের মধ্যে আশার আলো সঞ্চার করেছে। সরকার চায়, আগামী বছরের মধ্যে বাংলাদেশের কেউ যেন গৃহহীন না থাকে। বর্তমানে আরও দুই লাখ ৫০ হাজার পরিবারকে পুনর্বাসনের কাজ চলমান রয়েছে। একতলাবিশিষ্ট দুই বেডের এই পাকা বাড়িতে থাকছে ড্রইংরুম, বারান্দা, টয়লেট, কিচেনসহ একটি পরিবারের বসবাসের উপযোগী বাসগৃহ।’