সৈয়দ মারুফ হোসের, তালা : শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান । সোমবার সকাল থেকে বিভিন্ন পূজা মন্ডপে পরিদর্শন করেন। পরিদর্শনকালে সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মুরর্শিদা পারভিন পাপড়ী, অধ্যক্ষ বিধান কুমার সাধু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নারায়ন মজুমদার, ইউপি সদস্য প্রকাশ দালাল, সেলিম হোসেন গাজী, শিরিনা খাতুন, উপজেলা আওয়ামী লীগ নেতা আতিয়ার রহমান,শাহিনুর রহমান খাঁ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।