এস এম নাসির উদ্দীণ, দেবহাটা : দেবহাটায় সুবিধাভোগীদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ করেছেন সমাজসেবা অধিদপ্তর। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সুবিধাভোগীদের হাতে এসকল ঋনের অর্থ তুলে দেয়া হয়। এসময় ৩জন দুগ্ধ খামারী ও প্রতিবন্ধীসহ মোট ৬১ ৬ন সুবিধাভোগীর মাঝে ১২ লাখ ৯৫ হাজার টাকা ঋনের অর্থ বিতরণ করা হয়।
ঋন বিতরণ কালে উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইনের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর প্রমূখ।