দেবহাটা প্রতিনিধি : দেবহাটার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। রবিবার ও সোমবার বিকেল থেকে উপজেলার পাঁচটি ইউনিয়নের ২১টি দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
এসময় আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেয়ার পাশাপাশি প্রত্যেকটি মন্ডপে কমিটির নের্তৃবৃন্দের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। সোমবার পূজা মন্ডপ পরিদর্শনকালে দেবহাটা প্রেসক্লাবের আহবায়ক আজিজুল হক আরিফ, পারুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান চন্দ্র বর্মন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলীপ কুমারসহ স্ব-স্ব ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।