মোঃ নজরুল ইসলাম পাইকগাছা, (খুলনা) : খুলনার পাইকগাছার ডায়াবেটিস সমিতির সহযোগিতায় সোলাদানা ইউনিয়ন সার্বজনীন দুর্গাপূজা কমিটির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে আমুরকাঁটা রংধনু মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পের সভাপতিত্ব করেন পূজা কমিটির সভাপতি এ্যাড. শিবু প্রসাদ সরকার।
সোলাদানা ইউনিয়ন সার্বজনীন দুর্গাপূজা কমিটি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ প্রতিরোধ বিষয়ে সেমিনারের আয়োজন করে। সেমিনারে মূলবক্তব্য উপস্থাপন করেন পাইকগাছা ডায়াবেটিস সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ শেখ মোহাঃ শেখ শহীদউল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ প্রশান্ত কুমার মন্ডল, ডাঃ শাকিলা আফরোজ, ডাঃ তাহেরা ইয়াসমিন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম।
এ সময় অধ্যাপক ডাঃ শেখ মোহাঃ শহীদ উল্লাহ বলেন প্রতিবছর হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে মারা যান প্রায় দুই লাখ ৭৭ হাজার মানুষ যার অন্যতম কারণ অনিয়মিত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ। তিনি আরো বলেন, সময় মত ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণ করতে না পারলে হৃদরোগের পাশাপাশি ব্রেনস্টোক কিডনি রোগ চোখের অসুখ যৌন শক্তি কমে যাওয়াসহ নানান জটিলতা দেখা দেয়।
এই জটিলতা থেকে মুক্তি পেতে প্রয়োজনে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও সুষম খাদ্য গ্রহণ নিয়মিত শারীরিক ব্যায়াম তামাক ও ধূমপান বর্জন করাও মানসিক চাপ কমাতে হবে। উক্ত মেডিকেল ক্যাম্পে প্রায় দেড় শতাধিক রুগীর বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী বলেন এই এলাকা থেকে পাইকগাছা যাওয়া আশা রাস্তা ভালো না হওয়ায় উন্নত চিকিৎসা নিতে আমাদের খুব কষ্ট হয়।
পূজা কমিটির মেডিকেল ক্যাম্পের আয়োজন করায় আমরা খুব খুশি। উক্ত মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন এ্যাড. শিবু প্রসাদ সরকার, উথান কুমার মন্ডল, বিভাসিন্ধু সরকার, শংকর মন্ডল, বিধানচন্দ্র সুব্রত মন্ডল, ধ্রæবরঞ্জন ঢালী, কমল কৃষ্ণ রায়, কৃপা রঞ্জন ঢালী, পার্থ রায়, জ্যোতির্ময় মন্ডল, বিশ্বজিত সরকার, স্বপন মন্ডল, অসিম মন্ডল, রনজিত সরকার, ব্রজেন্দ্রনাথ হাজরা, মানবেন্দ্র মন্ডল, সমিরন মন্ডল প্রমুখ।