শ্যামনগর প্রতিনিধি : সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। পূজা পরিক্রমার অংশ হিসেবে মঙ্গলবার (৪ঠা অক্টোবর) বিকালে ঈশ্বরীপুর, কৈখালী, রমজান নগর, মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী ও আটুলিয়া ইউনিয়নের বেশ কিছু পূজা মন্ডপ পরিদর্শন, সার্বিক বিষয়ে খোঁজ খবর ও পরিদর্শন বইয়ে অনুভূতি প্রকাশ করেন।
পূজা পরিক্রমায় অংশ গ্রহণ করেন নেতৃবৃন্দ। সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি জি এম ফারুক হোসেন, সিনিয়র সহ-সভাপতি মাহাফুজুর রহমান তালেব, সহ-সভাপতি পিষুষ বাউলিয়া পিন্টু, সাধারণ সম্পাদক জি এম মাছুম বিল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম ওসমান গনি সোহাগ, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, কোষাধ্যক্ষ জি এম নজরুল ইসলাম, কার্যকরী সদস্য আকতার হোসেন, বিলাল হোসেন, আশিকুজ্জামান লিমন, দীপক মিস্ত্রী, আবদুল্লাহ আল মামুন, মোঃ ইসমাইল হোসেন, মোঃ আব্দুল হান্নান, মোঃ তৌহিদুর রহমান লিটন, মোঃ আব্রাহাম লিংকনসহ আরো অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন। পূজা মন্ডপে উপস্থিত সাংবাদিকরা উপক‚লীয় এলাকায় সুন্দরবন প্রেসক্লাবের গুরুত্ব তুলে ধরেন।