মঙ্গলবার , ৪ অক্টোবর ২০২২ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

সাতক্ষীরা প্রেসক্লাবে শারদীয় দুর্গোৎসবের আলোচনা সভা ও মধ্যাহ্ন ভোজ

প্রতিবেদক
satkhirar sakal
অক্টোবর ৪, ২০২২ ৪:০৮ অপরাহ্ণ

বিশ্বের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ। আর তাই সকল ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগরণে সাতক্ষীরা প্রেসক্লাবের ‘সম্প্রীতির সেতুবন্ধন’ নামক এই আয়োজন অবশ্যই প্রশংসার দাবীদার। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষ্যে আয়োজিত ‘সম্প্রীতির সেতুবন্ধন’ অনুষ্ঠানে এক আলোচনা সভা ও মধ্যাহ্ন ভোজে বক্তারা এসব কথা বলেন।

প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে এবং সাবেক সাধারন সম্পাদক এম. কামরুজ্জামান এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সম্মানিত বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আল মাহমুদ, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ আল হাদী, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, পৌর মেয়র আলহাজ¦ তাসকিন আহমেদ চিশতি, জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ, জেলা মন্দির সমিতির সভাপতি এড. সোমনাথ ব্যনার্জি, বিশ^নাথ ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ^জিৎ সাধু, সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়েন্দা সংস্থা ডিজিএফ আই এর সহকারী পরিচালক খন্দকার আরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ডা: সুশান্ত ষোষ, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু, সিপিবি’র সভাপতি আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান মিল্টন, তালা প্রেসক্লাবের সভাপতি সরদার নজরুল ইসলাম, অধ্যক্ষ আশেক ই এলাহী, অধ্যাপক পবিত্র মোহন দাস, যুবলীগ নেতা মীর মাহি আলম,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন, শিবপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, এড.শ্যামল ঘোষাল, শেখ সিদ্দিকুর রহমান প্রমুখ।

বক্তারা আরো বলেন, হাজার বছর ধরে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। হিন্দু-মুসলিম সবাই একই বৃৃন্তে দুটি ফুলের মত বসবাস করে আসছে। মাঝে মাঝে কিছু সন্ত্রাসীরা দেশে বিশৃংখলা সৃষ্টির জন্য দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে থাকে। আমরা উৎসবে আনন্দে এক সাথে মিলে মিশে থাকি। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে সম্প্রীতির যে সেতু বন্ধন তৈরি করেছে। তা সমাজের ছড়িয়ে দিতে হবে।

আমাদের সম্প্রীতি এক ধর্মের সাথে অন্য ধর্মের না, সম্প্রীতি মানুষের সাথে মানুষের। সাতক্ষীরায় সকল ধর্মের মানুষ শান্তিতে স্ব-স্ব ধর্ম পালন করবে। ধর্ম যার যার উৎসব হোক সবার। সম্প্রীতির এই সেতুবন্ধন অনুষ্ঠান এ সময় মিলন মেলায় পরিণত হয়। আলোচনা সভা শেষে অতিথিরা সেখানে আয়োজিত মধ্যাহ্ন ভোজে অংশ নেন। এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির সভা

সদর আসনের ১২০ টি প্রকল্প অধীনে বরাদ্ধকৃত অর্থের চেক বিতরণ

কালিগঞ্জ কৃষ্ণনগরে জবর দখল চেষ্টা ও ফসল বিনষ্টের অভিযোগ

তালায় বই উৎসবে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরণ

“হাসমিুখ” সেঞ্চুরী একাডেমীর উদ্যোগে সাতক্ষীরা শিশু হাসপাতালে উপহার প্রদান

সাতক্ষীরায় প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণ মামলা, দেড় বছর পর যুবক আটক

জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে স্কুল ও মাদ্রাসায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গোবরদাড়ী সরকারি প্রাঃ বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কুশখালীতে শোকাবহ আগস্টে এমপি রবি’র আলোচনা সভা ও দোয়া

এতিম শিশুদের মাঝে মানবিক পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান’র ঈদের উপহার বিতরণ