ফজলুল হক, কালিগঞ্জ : কালিগঞ্জে পান ও সুপারি চিবিয়ে খাওয়ার সময় গলায় আটকে যেয়ে ফারিয়া পারভীন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেল ৫ টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামে। সে ওই গ্রামের ইলেকট্রিক মিস্ত্রী শেখ রবিউল ইসলাম ওরফে আইওর মেয়ে এবং দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়িতে কেউ না থাকার সুযোগে ফারিয়া পান, সুপারি খাওয়ার চেষ্টা করে। এসময় পান সুপারি শ্বাসনালীতে আটকে যাওয়ায় তার মৃত্যু হয়। বিকেল সাড়ে ৫ টার দিকে শিশুটির মা বাড়িতে এসে মৃত অবস্থায় মেয়েকে দেখতে পান।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত ৭ টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। থানার উপ-পরিদর্শক আবু সাঈদ জানান, পান সুপারি চিবিয়ে খাওয়ার সময় শ্বাসনালীতে আটকে যেয়ে ফারিয়া নামের একটি শিশুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।